ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় ২ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৭ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর তোপখানা এলাকায় ১২ বছর বয়সী শিশু গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় শাহবাগ থানায় করা মামলাটি তদন্ত করে আগামী ২ আগস্ট প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর হোসেনকে এ নির্দেশ দেন। 

বুধবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।গত ৫ জুলাই রাজধানীর শাহবাগ থানায় ভুক্তভোগীর বাবা শহিদ মিয়া বাদী হয়ে আসামি তানভীর আহসান পায়েল ও তার স্ত্রী নাহিদ জাহান আখির বিরুদ্ধে মামলাটি করেন। 

এর আগে গৃহকর্মী সুইটিকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ৩ জুন দিবাগত রাতে সেগুনবাগিচার বাসা থেকে তানভীর আহসান পায়েল ও তার স্ত্রী নাহিদ জাহান আখিকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। তার পরদিন ৪ জুলাই ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আসামিদের গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ
জনপ্রিয়