ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

গাড়িতে হিন্দি গান গেয়েই ভাইরাল মাহফুজুর রহমান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:০১, ২৪ আগস্ট ২০২০  

ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

গান গেয়ে এরইমধ্যে আলোচিত হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতি ঈদেই তার একক সংগীতানুষ্ঠান প্রচারিত হয়। এবার তার গাওয়া একটি হিন্দি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, পাঞ্জাবি পরা অবস্থায় তিনি গাড়ি বসে ‘হাম তুমছে পেয়ার কিতনা’ গানটি গাচ্ছেন। গানটির মূল গায়ক ভারতের জনপ্রিয় অভিনেতা-সংগীতশিল্পী কিশোর কুমার।

ড. মাহফুজুর রহমানের কণ্ঠে হিন্দি গান এবারই প্রথম নয়। এর আগে স্ত্রী ইভা রহমানের জন্মদিনের অনুষ্ঠানে হিন্দি গান গেয়েছেন তিনি। সেদিন এক ঘরোয়া অনুষ্ঠানে মাহফুজুর রহমান গেয়ে শোনান শাহরুখ খানের ‘মোহাব্বাতে’ সিনেমার জনপ্রিয় গান ‘হামকো হামিসে চুরালো’।

২০১৬ সালের কোরবানির ঈদে প্রথম গানের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছিলেন ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটির নাম ছিল ‘হৃদয় ছুঁয়ে যায়’। এরপর ২০১৭ সালের ঈদুল ফিতরে ‘প্রিয়া রে’, একই বছরের ঈদুল আজহায় ‘স্মৃতির আলপনা আঁকি’ গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন তিনি। এ ছাড়া ২০১৮ সালে ‘বলো না তুমি কার’ এবং চলতি বছরের ঈদেও ছিল তার একক সংগীতানুষ্ঠান।

মাহফুজুর রহমানের প্রতিটি গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশংসার পাশাপাশি হয় নানা সমালোচনা। কিন্তু তাতে দমে যাননি তিনি। কোনো ধরনের সমালোচনা গায়ে না মেখে বরং গানকে ভালোবেসে প্রতিবছর ঈদ এলেই গানের অনুষ্ঠান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান।

সর্বশেষ
জনপ্রিয়