ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গর্ভধারণ না করেই দুধ দিচ্ছে ৩৫ দিন বয়সী ছাগলের বাচ্চা!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৩১, ৯ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় গর্ভধারণ না করেই মাত্র ৩৫ দিন বয়স থেকে দুধ দিচ্ছে একটি ছাগলের বাচ্চা। উপজেলার জামনগর ইউনিয়নের বাজিতপুর গ্রামের ফরিদা বেওয়ার ওই ছাগলের বাচ্চা নিজেও তার মায়ের দুধ খাচ্ছে। কৌতূহলী মানুষ দলে-দলে তা দেখতে ছাগল মালিকের বাড়িতে ভিড় করছেন।

ফরিদা বেওয়া ওই গ্রামের মৃত আবুল হাসেমের স্ত্রী। বাজিতপুর পশ্চিমপাড়া মোড় বাজার সংলগ্ন স্থানে দক্ষিণ পাশে বাস করেন ফরিদা বেওয়া। দীর্ঘদিন থেকে তিনি ছাগল লালন পালন করেন। তার একটি ছাগলের তৃতীয়বারে মতো গর্ভধারণ করে একটি মাত্র ছাগী বাচ্চা হয়েছে। বাচ্চাটি একা হওয়ায় অল্প দিনেই হৃষ্টপুষ্ট হয়ে উঠেছে।

তিনি জানান, সেই বাচ্চা কয়েক দিনের মধ্যে ওলান বড় হতে থাকে। পরে মাত্র ৩৫ দিন বয়সে দুধ বের হতে থাকে। গত কয়েক দিন থেকে তা বৃদ্ধি পেয়ে প্রতিদিন প্রায় আধা লিটার দুধ পাচ্ছেন। এ খবর ছড়িয়ে পড়লে দলে দলে বিভিন্ন এলাকার কৌতূহলী দর্শক তা দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় মাহাতাব উদ্দিন জানালেন তিনিও ঘটনাটি জেনে বাচ্চা ছাগলটিকে দেখতে গিয়েছিলেন। তিনি ওই ছাগলের দুধ পান করেছেন।

তিনি জানান, ওলানগুলোও অনেকটা বড়ো হয়েছে; যা না দেখলে বিশ্বাস করা কঠিন।

একই গ্রামের মনোয়ারা বেগম বলেন, কয়েক দিন থেকে শুনে বিশ্বাস হয়নি, পরে লোকজনের আসা দেখে তিনি গিয়ে সত্যতা পেয়েছেন। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হোসাইন মো. রাকিবুর রহমান বলেন, হরমোনালজনিত কারণে এটা হয়ে থাকতে পারে। তবে এটা স্বাভাবিক ঘটনা নয়।

সর্বশেষ
জনপ্রিয়