ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গত এক দশকে ড্রিবলিংয়ে শীর্ষে মেসি, নয়ে রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ১ ডিসেম্বর ২০২০  

লিওনেল মেসি

লিওনেল মেসি

ফুটবল খেলার অন্যতম আকর্ষণ ড্রিবলিং। গোল করার পাশাপাশি ড্রিবলিংয়ের মাধ্যমেও দর্শকরা আনন্দ পেয়ে থাকেন। আর্জেন্টিনা ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি ড্রিবলিংয়ে বরাবরই অনন্য। স্প্যানিশ লা লিগায় গত এক দশকে তিনিই সর্বোচ্চ ড্রিবলিংয়ের রেকর্ড গড়েছেন। 

লা লিগায় গত এক দশকে সর্বোচ্চ ১৫৩৪টি ড্রিবলিং করেছেন লিওনেল মেসি। তিনি ছাড়া আর কেউই হাজারের কোটা পার করতে পারেননি। এমনকি ৫০০ এর গণ্ডি পার করতে পেরেছেন মাত্র দুজন ফুটবলার। তারা হচ্ছেন যথাক্রমে ইকার মুনিয়াইন (৫৭২) এবং ইসকো (৫২৩)।

তালিকার চারে আছেন সাবেক বার্সেলোনা তারকা নেইমার জুনিওর। বার্সাতে মাত্র ৪ মৌসুম থেকেই তিনি ৪৯৩টি ড্রিবলিং করেছেন। সেরা পাঁচের অন্যজন আর্জেন্টাইন মিডফিল্ডার এভার বানেগা।

এই তালিকার সেরা দশে জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০৩টি ড্রিবলিং করে তিনি আছেন নয় নম্বরে। এছাড়া দশে আছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ও রিয়াল মাদ্রিদ তারকা মার্সেলো। তার ড্রিবলিং সংখ্যা ৩৯৮টি।

সর্বশেষ
জনপ্রিয়