ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

খুলনায় লকডাউন বাস্তবায়নে একত্রে কাজ করবে র‌্যাব-পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২০ জুন ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদরা একত্রে কাজ করবেন বলে জানিয়েছেন খুলনার ডিসি মোহাম্মদ হেলাল হোসেন।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এসব কথা জানান তিনি। খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী মঙ্গলবার থেকে এ লকডাউন কার্যকর হবে।

ডিসি জানান, আগামী সাতদিনের কঠোর লকডাউনে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ওষুধ ও জরুরি কাঁচামাল ছাড়া সব দোকানপাট এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তিনি আরো জানান, খুলনা জেনারেল হাসপাতালকে ৭০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এটি আগামীকাল থেকে চালু হবে। এছাড়া করোনা শনাক্তে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হবে।

সভায় উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়