ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাগড়াছড়িতে বিনামূল্যে আই ক্যাম্প ও চিকিৎসাসেবা দিচ্ছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৪ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী বিনামূল্যে আই ক্যাম্প ও চিকিৎসাসেবা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ডিগ্রি কলেজ মাঠে এই ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন করা হয়।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা।

এ সময় বাংলাদেশ লায়ন্স ক্লাবের জেলা গভর্নর সাহিনা রহমান, দীঘিনালা জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মো. তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. আবুল কাশেমসহ লায়ন্স ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় বিনামূল্যে আয়োজিত এই ক্যাম্পে উপজেলার পাঁচটি ইউনিয়নের ছয় হাজার পাহাড়ি বাঙালি, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হবে।

আয়োজক সূত্র জানান, ৩২ জন চিকিসক ও বিশেষজ্ঞ চিকিৎসক চক্ষুরোগী, মেডিসিন ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষকে এ সেবা দিচ্ছে। চক্ষুরোগীদের মধ্যে যাদের অপারেশন করা প্রয়োজন, পরবর্তীতে তাদের চট্টগ্রাম নিয়ে অপারেশন ও চশমা দেওয়া হবে।

সর্বশেষ
জনপ্রিয়