ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খাগড়াছড়িতে অসহায় ২০০ নারীকে সেলাই মেশিন দেন এমপি কুজেন্দ্র লাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:০৬, ১১ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিধবা, দুস্থ ও দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। রোববার সকালে জেলা পরিষদের সম্মেলনকক্ষে ২০০ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

তিনি বলেন, একবিংশ শতাব্দী বাংলাদেশের উন্নয়নের স্বর্ণালী সময়। এই সময়ে পিছিয়ে থাকার যৌক্তিকতা নেই। নারীদের সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সব বাধা পেরিয়ে স্বাবলম্বী হতে হবে।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে দেশের নারীরা শিক্ষা, চিকিৎসা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের স্বাতন্ত্র তুলে ধরতে সক্ষম হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভুঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়