ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলে মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১১ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা, শান্তি, সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। এলাকার আর্থসামাজিক উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করছে সেনাবাহিনীর এ ইউনিটটি।

এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (১০ নভেম্বর) বিকালে গুইমারা ক্যাম্প এলাকায় সেনাবাহিনীর আয়োজনে ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় ১৭টি পরিবারকে সেলাই মেশিন প্রদান ও শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এসময় উপস্থিত থেকে সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাত কমিটির সদস্য প্রফেসর ড. মোরশেদুল হক, বোর্ড সদস্য নাফিজ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ
জনপ্রিয়