ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খাগড়াছড়ির দীঘিনালায় অস্ত্রসহ ১ জনকে আটক করেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৩২, ২১ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ, মোবাইল, চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি নামে ইউপিডিএফ (মূল) দলের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (২০ অক্টোবর) উপজেলার বাবুছড়া এলাকার নতুন বাজারের একটি দোকানে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড অ্যানিমেশন, নগদ ৩৮ হাজার ৫২০ টাকা, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃত স্বর্ণ লংকার চাকমা ওরফে রনি এলাকায় একজন চিন্হিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে ব্যাপক পরিচিত। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ চাঁদার জন্য এলাকার মানুষকে হয়রানি ও নির্যাতন করে আসছিলো। আটককৃত স্বর্ণ লংকার চাকমা ওরফে রনিকে জব্দকৃত আলামতসহ দীঘিনালা থানায় সোপর্দ করা হবে। ভবিষ্যতে নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের এমন অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে৷

সর্বশেষ
জনপ্রিয়