ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয়েছে পূজা উদযাপন কমিটির প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৯, ৬ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ভৈরব পূজা উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ৫ অক্টোবর বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

দুর্গাপূজার প্রস্তুতি সভায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. শাহিন, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আতিক আহম্মেদ সৌরভ,ভৈরব উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী জিতেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী চন্দন কুমার দাস প্রমূখ।

সভায় উপজেলা প্রশাসন ও ভৈরব থানা পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এবার ভৈরব উপজেলায় ২০টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপে সরকারিভাবে সহযোগীতার আশ্বাস দেয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়