ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

কিশোরগঞ্জের তাড়াইলে ৭৪৩৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:১১, ১১ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দূর থেকে দেখে মনে হয়, আমন ধানে সবুজ শীতল পাটিতে বিছিয়ে রেখেছে প্রত্যন্ত অঞ্চলের সমতল ও অসমতল ভূমি। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় রোপা- আমন মৌসুমে বিভিন্ন গ্রামের আমন ধানের আবাদি বিস্তীর্ণ ফসলের মাঠ চারিদিকে সবুজের সমারোহে ঘেরা। মৃদু হাওয়ায় ধানের সবুজ চারার গায়ে লেগে হেলেদুলে নাড়া দিচ্ছে। যেদিকে তাকানো যাচ্ছে, সেই দিকেই সবুজের বিস্তীর্ণ ফসলের মাঠ। সরেজমিনে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর জমিতে তারা বিনা সেভেন ৮, হাইব্রিড বিধান -৭, ২৮, ২৯, ৪৯, ৫২, বায়ার কোম্পানির ধানী গোল্ড, তেজ ও পেট্রোকেম কোম্পানির পাইওনিয়ার এগ্রো-১২ জাতের ধান রোপণ করছেন। উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, বাজারে ধানের দাম অধিক থাকায় এ বছর বেশি আমন ধান আবাদ করেছেন।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা গেছে, সরকার কর্তৃক বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ দেওয়ায় চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে সাত হাজার চারশত ৩৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম বলেন, চলতি মৌসুমে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় ধান চাষে আগ্রহী হচ্ছে কৃষক। তবে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন রোপণ হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ
জনপ্রিয়