ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কিশোরগঞ্জের তাড়াইলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ৬ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের তাড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা শারমীন।

এতে তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোনীতা দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আলমাছ হোসেন, দামিহা ইউপি চেয়ারম্যান মো. মনিরুল হক আজহার, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দান খান, ব্যবসায়ী নেতা হাজী মো. সাহাব উদ্দিন ভূঞা, বাংলাদেশ প্রেসক্লাব তাড়াইল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মিশুক ভৌমিক প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ১৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সভায় বলেন, দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের জন্য উপজেলার ১৬টি পূজামণ্ডপে সরকারিভাবে বরাদ্দকৃত চাউল উপজেলা পরিষদ থেকে দেয়া হবে।

পূজা আয়োজনে যেন কোন বিঘ্ন না ঘটে সে জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখারও তারা আহবান জানান।

সর্বশেষ
জনপ্রিয়