ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জের তাড়াইলে ইউপি নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্টিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ২ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত অবহিতকরণ সভা কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে হলরূমে বেলা ১১-টা অনুষ্টিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, তাড়াইল-করিমগঞ্জ থানার সার্কেল অফিসার মুহাম্মাদ ইফতেখারুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার এনামুল হক, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ অফিসার জয়নাল আবেদীন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার আবদুল হাই ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত অবহিতকরণ সভায় চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য (পুরুষ) ও সাধারণ ওয়ার্ডের সদস্যদেরকে (নারী) শান্তি-শৃঙ্খলা বজায়া রাখার জন্য তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তাগণ।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ আসনের সদস্য (পুরুষ) ২২৮ জন, সাধারণ আসনের সদস্য (নারী) ৮৭ জন প্রার্থী রয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়