ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১৫ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তহুর মিয়া (৫১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. তহুর মিয়া আশুতিয়াপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মো. তহুর মিয়া একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. তহুর মিয়াকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়