ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কিশোরগঞ্জে ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৫, ৫ অক্টোবর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ৪ মাস মেয়াদী মোটর ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণার্থীদের ও ৩ মাস মেয়াদী মোটর ড্রাইভিং উইথ অটোমেকানিক্স কোর্সের প্রশিক্ষণার্থীদের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।কাটাবাড়িয়াস্থ টিটিসির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রকৌশলী মুহাম্মদ হারুন আল মামুন।

বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিআরটিএর সার্কেল অফিসের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো: বখতিয়ার উদ্দিন, জেলা জনশক্তি ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক আলী আকবর।

পরে অতিথিবৃন্দ কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মোটর ড্রাইভিং কোর্সের প্রশিক্ষণার্থীদের নতুন গাড়ীর ফিতা কেটে উদ্বোধন করেন।

জেলা প্রশাসক কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর ক্যাম্পাস পরিদর্শন কওে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর প্রশিক্ষকবৃন্দ ও প্রশিক্ষণার্থীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
জনপ্রিয়