ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

কিশোরগঞ্জে অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ পুলিশ নারী কল্যাণ সমিতির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১৩ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ২শ’ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে ২০০ অসহায় পরিবারের মাঝে পুনাকের পক্ষ থেকে খাবার তুলে দেন কিশোরগঞ্জ পুনাক সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী।

এ বিষয়ে কিশোরগঞ্জ পুনাক সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী বলেন, দেশের দুর্যোগ মুহূর্তে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

দুস্থদের মাঝে খাবার বিতরণের সময় পুনাক সভানেত্রীর সাথে পুনাকের অন্যান্য নেত্রী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পুনাক সভানেত্রী মাহফুজা নাজনীন দিষার চৌধুরী এর ব্যতিক্রম এই উদ্যোগে খাবার পেয়ে অসহায় মানুষজন স্বস্তি প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিশোরগঞ্জ পুনাক খাবার বিতরণ ছাড়াও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

চলমান করোনা দুর্যোগে পুনাক প্রায়ই গরীব ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের মধ্যে খাবার ও পানীয় বিতরণ করে আসছে।

সর্বশেষ
জনপ্রিয়