ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কর্মহীন ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ভৈরবে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৪৩, ১৬ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভৈরবে কর্মহীন ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী ভ্যানচালকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি পেঁয়াজ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধি-নিষেধ পালন করতে গিয়ে কর্মহীন হয়ে পড়ে অনেক মানুষ। কোভিড- ১৯ এর কঠোর বিধিনিষেধ প্রতি পালন করতে গিয়ে যে সকল ভ্যানচালক কর্মহীন হয়ে গেছে তাদের পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে ৫০ জন ব্যক্তিকে উপহার খাদ্য সামগ্রী প্রদান করা হয়। জনস্বার্থে সরকারের এ সহায়তা চলমান থাকবে।

সর্বশেষ
জনপ্রিয়