ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

করোনায় জীবন উৎসর্গ করা দুই পুলিশের পরিবার পেলো অনুদান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫০, ১৪ জুন ২০২০  

করোনাভাইরাসে জীবন উৎসর্গ করা দুই পুলিশ সদস্যের পরিবারকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

ডিসি ওয়ালিদ হোসেন বলেন, ডিএমপি কমিশনারের পক্ষ থেকে মিরপুর বিভাগের অফিস সহকারী নিরোদ চন্দ্র মন্ডল এর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা।

অপরদিকে ডিএমপি কমিশনারের পক্ষে রমনা বিভাগের কনস্টবল মো. আলমগীর হোসেন এর পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, কোভিড-১৯ মহামারির সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের দিন-রাত পরিশ্রম করছেন বাংলাদেশ পুলিশের অকুতোভয় সদস্যরা। চলমান করোনায় এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ জন দেশপ্রেমিক ও অকুতোভয় সদস্য শাহাদাতবরণ করেছেন।

তিনি আরো জানান, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করায় তারা দ্রুতই সুস্থ হয়ে উঠছেন।

সর্বশেষ
জনপ্রিয়