ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় স্কুল না খুললে কি হবে, জানালেন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬, ২৬ আগস্ট ২০২০  

ফাইল ফটো

ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছর যদি আর স্কুল খোলা না যায় সে বিষয়েও বিভিন্ন ব্যবস্থা নেয়া আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

করোনার কারণে যদি একেবারেই স্কুল খোলা না যায়, সে ক্ষেত্রে কি হবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেক্ষেত্রেও আমাদের ব্যবস্থা আছে। আমরা নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি। 

তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস হতে দেবো না। এজন্য আমরা বদ্ধপরিকর। সারাদিন-রাত পরিশ্রম করে হলেও আমরা এটির সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবো। 

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নিয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ২০২০ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। তাই আমরা প্রাথমিক সমাপনী পরীক্ষা এবার নিচ্ছি না। এ বছর স্কুলে আমরা বার্ষিক পরীক্ষা নেব, যদি স্কুল খোলা যায়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ
জনপ্রিয়