ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা প্রতিরোধী মলনুপিরাভিরের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২৭, ২৪ ডিসেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার ওষুধ প্রস্তুতকারী মার্কিন বহুজাতিক প্রতিষ্ঠান মার্কের করোনা প্রতিরোধী ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। করোনা সংক্রমণের পর উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসায় শুধু এ ওষুধ ব্যবহার করা যাবে।

গতকাল বৃহস্পতিবার মার্কের এ ওষুধের অনুমোদন দেয় এফডিএ। এর আগে বুধবার ফাইজারের করোনাও ওষুধ প্যাক্সলোভিড অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ওষুধটি যুক্তরাষ্ট্রের বাইরে মলনুপিরাভির নামে পরিচিত।

সাধারণত করোনার উপসর্গ দেখা দেওয়ার পাঁচ দিনের মধ্যে এই ওষুধ গ্রহণ করতে হয়। গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার ৩০ শতাংশ কমাতে পারে মার্কের ওষুধটি।

এফডিএ বলছে, মার্কের এই বড়ি ১৮ বছরের কম বয়সী কেউ সেবন করতে পারবে না। অনুমোদন মেলেনি অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রেও। তবে চিকিৎসকরা পরিস্থিতি বিবেচনা করে তাদের ওপর ওষুধটি ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারবেন।

এর আগে ইজারের ওষুধ পরীক্ষা করে দেখা গেছে, এটি করোনায় আক্রান্ত ব্যক্তির হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৮ শতাংশ কমায়।

এদিকে এফডিএর পক্ষ থেকে বলা হয়েছে, মার্ক ও ফাইজারের ওষুধ টিকার বিকল্প নয়। করোনা মোকাবিলায় টিকার সহায়ক হিসেবে কাজ করবে মুখে খাওয়া এই ওষুধগুলো।

সর্বশেষ
জনপ্রিয়