ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কক্সবাজারের টেকনাফে ১২টি ওয়াচ টাওয়ার এপিবিএনের কাছে হস্তান্তর করলো সেনাবাহিনী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৫, ১৩ নভেম্বর ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে দুটি রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত ১২টি ওয়াচ টাওয়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশের (এপিবিএন) কাছে হস্তান্তর করা হয়েছে। ওয়াচ টাওয়ারগুলো নির্মাণ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে।

এপিবিএন জানায়, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) এবং ক্যাম্প-২২ (উনচিপ্রাং) ১৬ এপিবিএনের দায়িত্বাধীন। এই দুই ক্যাম্পে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১২টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। গত ১১ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এই ওয়াচ টাওয়ারগুলো এপিবিএন ক্যাম্প কমান্ডারের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ারগুলোর মধ্যে পাঁচটি রয়েছে রোহিঙ্গা ক্যাম্প-২১-এ। বাকি সাতটি ওয়াচ টাওয়ার রোহিঙ্গা ক্যাম্প-২২-এ।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, ওয়াচ টাওয়ারগুলো ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

সর্বশেষ
জনপ্রিয়