ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৪ ১৪৩০

কক্সবাজারে কর্মহীন ও দুঃস্থ মানুষকে খাদ্য সহায়তাও প্রদান সেনাবাহিনীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ১১ জুলাই ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১ জুলাই থেকে দেশে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশ, র‍্যাব, বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনা বাহিনী। লকডাউন কার্যকরের পাশাপাশি সেনা সদস্যরা কর্মহীন ও দুঃস্থ মানুষকে খাদ্য সহায়তাও প্রদান করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন ও দরিদ্র এক হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনা সদস্যরা।

শনিবার (১০ জুলাই) চট্টগ্রাম জেলায় ৭৫০ এবং চকোরিয়া উপজেলায় ২৫০ জন দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনা সদস্যরা চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ সময় স্থানীয়রা সেনাবাহিনীর এ মহতি উদ্যোগের প্রশংসা করেছে।

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সর্বশেষ
জনপ্রিয়