ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু আজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ১ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

২০২১-২২ অর্থবছরের শুল্ক, ভ্যাট ও কর সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবীদের সঙ্গে মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে আজ সোমবার।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়। প্রথমদিনের আলোচনায় বাংলাদেশ সিরামিক ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিশেয়নের প্রতিনিধিরা অংশ নেবেন। সভায় এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করবেন।

প্রতিবারের এবারও ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবি সংগঠন ও গবেষণা সংস্থার সঙ্গে আলোচনা করবে রাজস্ব প্রশাসন।

এদিকে, জাতীয় বাজেট প্রণয়নে নীতি সহায়তার জন্য ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর। সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের প্রস্তাব আগামী ৮ মার্চের মধ্যে লিখিতভাবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে পাঠাতে বলেছে সংস্থাটি।

সর্বশেষ
জনপ্রিয়