ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

উপজেলা ও ইউনিয়নে উপনির্বাচন আ. লীগ প্রার্থীদের জয়জয়কার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫২, ২১ অক্টোবর ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন স্থানে উপজেলা ও ইউনিয়ন পরিষদের কিছু পদের উপনির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এসব স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই বেশির ভাগ স্থানে জিতেছেন। তবে ভোট চলাকালে কর্মীদের মারধর, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে বিএনপিসহ স্বতন্ত্র কিছু প্রার্থী ভোট বর্জন করেন। কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনাও ঘটেছে। এ ব্যাপারে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

ধুনট (বগুড়া) : ধুনটের কালেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারেজ উদ্দিন আকন্দ (নৌকা) ছয় হাজার ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন শিপন (মোটরসাইকেল) পেয়েছেন চার হাজার ৩২৮ ভোট। 

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মিছবাহুর রহমান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান পেয়েছেন ৭৩৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী এম এ রহিম পান ২০২ ভোট।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে দুই ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচনে একটিতে আওয়ামী লীগ, অন্যটিতে বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন। মির্জাপুর ইউনিয়ন পরিষদে বিএনপি প্রার্থী মো. সুফি মিয়া নির্বাচিত হয়েছেন। ভূনবীর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রশিদ নির্বাচিত হয়েছে।

আগৈলঝাড়া (বরিশাল) : উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিন্দন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াজ উদ্দিন হোসেন পেয়েছেন ৬৬৯ ভোট।

সাতক্ষীরা : কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী স ম মোরশেদ আলী ছয় হাজার ৮০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মহাদেবপুর (নওগাঁ) : বদলগাছীর মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাদী চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আমতলী (বরগুনা) : বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ মাস্টার তিন হাজার ২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মানসুরুল আলম পেয়েছেন তিন হাজার ৯ ভোট।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে তিন ইউনিয়নে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নে নুরুল আমিন, রায়পুরের কেরায়োয় শাহীনুর বেগম রেখা জয়ী হয়েছেন। এ ছাড়া রামগঞ্জের ইছাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী শাহনাজ বেগম চেয়ারম্যান নির্বাচিত হন।

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : ফুলবাড়িয়ার ৪ নম্বর বালিয়ান ইউনিয়নের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নারী স্বতন্ত্র প্রার্থী শামিমা খাতুন আট হাজার ৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমান পলাশ (ধানের শীষ) পেয়েছেন চার হাজার ৩৯২ ভোট। মফিজ উদ্দিন মন্ডল (নৌকা) পেয়েছেন তিন হাজার ২৪৩ ভোট।

যশোর : যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরজাহান ইসলাম নীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রায়পুরা (নরসিংদী) : রায়পুরার আদিয়াবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. সেলিম মিয়া তিন হাজার ৪৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শরণখোলা (বাগেরহাট) : শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রায়হান উদ্দিন শান্ত ৫৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী সদর ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদের উপনির্বাচনে মর্জিনা খাতুন জয়ী হয়েছেন।

লংগদু (রাঙামাটি) : লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নের সংরক্ষিত একটি নারী সদস্য পদের উপনির্বাচনে ফেরদৌস বেগম জয়ী হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে ভোট দিতে গিয়ে তিন তরুণীকে কারাগারে যেতে হয়েছে। গতকাল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে জাল ভোট দিতে এসে ভ্রাম্যমাণ আদালতের সাজার সম্মুখীন হতে হয় ওই তিন তরুণীকে। তাঁরা হলেন সাদিয়া আক্তার, তাইয়্যিবা আক্তার ও সুমাইয়া সুলতানা।

পূর্বধলা (নেত্রকোনা) : ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে গতকাল আওয়ামী লীগ প্রার্থী আব্দুল হালিম খান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী তারা মিয়ার (আনারস) সমর্থকদের মধ্যে ধাওয়াধাওয়িতে তিনজন আহত হয়েছে।

সর্বশেষ
জনপ্রিয়