ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ৫ ১৪৩০

উদ্দেশ্যমূলকভাবে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১৯ অক্টোবর ২০২১  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি বিনষ্ট করা এবং সরকারকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে উদ্দেশ্যমূলক কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে সম্পত্তি বিনষ্ট ও সরকারকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার জন্য এ ঘটনাগুলো ঘটিয়েছে বলে আমরা অনুমান করছি। আশা করি অনুমান সত্যি হবে। তবে আমরা নিশ্চিত হয়ে আপনাদের বলবো।’

গতকাল সোমবার (১৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন।

ঘটনা গোয়েন্দা সংস্থা কি আঁচ করতে পারেনি—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি রংপুরের ঘটনা নিয়ে বলতে চাই। এ ঘটনাটি উদ্দেশ্যমূলক কিনা, করা ঘটিয়েছে, সেটা বের করতে আরও একটু সময় দিতে হবে। আমাদের লোক সেখানে কাজ করছে। র‌্যাব, কাউন্টার টেরোরিজম ইউনিটসহ সবাই কাজ করছে। ফেসবুকের লিংকগুলো আমরা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছি।’

ঘটনা সম্পর্কে শিগগিরই জানা যাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামু, ভোলা ও নাসিরনগরে এ ধরনের ঘটনা দেখেছি। এগুলো হয়েছে সোশ্যাল মিডিয়ার অপপ্রচারের মাধ্যমে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাগুলো ঘটিয়েছে। তাদের মূল উদ্দেশ্য আমাদের এই চেতনা থেকে সরিয়ে দেওয়া এবং দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করা। কয়েকজন ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটিয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চালাচ্ছে। ’

কুমিল্লার বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমরা খুব শিগগিরই জানাবো। আমরা খুব কাছাকাছি আছি। কুমিল্লার ঘটনাটা উদ্দেশ্যমূলক করা। বিশৃঙ্খলা, অরাজক পরিস্থিতি ও আমাদের মধ্যে ভাঙন সৃষ্টির জন্য এটা একটা কৌশল ছিল। কিন্তু অনেকেই এখানে না বুঝে অনেক কিছু করে ফেলেছেন।’

চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ বাধ্য হয়ে ফায়ার ওপেন করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, ‘সেখানে চারটি নিরীহ প্রাণ বিসর্জন দিয়েছে। নোয়াখালীতে নামাজ হয়ে গিয়েছিল, মুসল্লিরা চলেও গিয়েছিল, নিরাপত্তা বাহিনীর সদস্যরা খাবার খাচ্ছিল, এমন সময় কয়েকটি জায়গা থেকে টিনএজ বয়সের কিছু ছেলে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘নোয়াখালী, কুমিল্লা, হাজীগঞ্জে যা ঘটেছে তা একসূত্র হিসেবে ধরে নিয়েছি। এগুলোর পেছনে মুষ্টিমেয় কিছু ব্যক্তি রয়েছে। এরইমধ্যে সন্দেহজনক লোকদের চিহ্নিত ও গ্রেফতার করেছি। কনফার্ম হয়ে সবাইকে জানাবো। এর জন্য কিছু সময় লাগবে।’

অন্য সম্প্রদায়ের ধর্মগ্রন্থ অবমাননার মানসিকতা দেশের মানুষের নেই

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কুমিল্লার ঘটনা সুনিশ্চিতভাবে সাজানো। আমি আবারও বলছি, কোনও সম্প্রদায়ের লোক অন্য সম্প্রদায়ের একটা ধর্মগ্রন্থ এনে অপমান করবে, এ ধরনের মনমানসিকতা বাংলাদেশের মানুষের নেই। কেন হচ্ছে, কেন করাচ্ছে, সেগুলো নিয়ে প্রশ্ন জাগছে, সেটাই আপনাদের খোলাসা করে জানাবো। এ জন্য আমাদের আরও একটু সময় প্রয়োজন।’

সর্বশেষ
জনপ্রিয়