ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে পড়তে সুযোগ পাবেন ৩০০ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ১৯ এপ্রিল ২০২১  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩০০ শিক্ষার্থী এই বৃত্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পড়তে পারবেন।

জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) এ শিক্ষাবৃত্তির নাম ‘এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম’ প্রতিবছর এডিবিভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেয়ার জন্য এ বৃত্তির সুযোগ পেয়ে থাকেন।

প্রতিবছরের মতো এবারও ৯টি দেশে বিশ্বের ৩০০ শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পাবেন। এরইমধ্যে এ বৃত্তির জন্য আবেদন শুরু হয়েছে।

দুই বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি প্রত্যাশী যেকোনো একাডেমিক ফিল্ডে থাকা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৯৮৮ সালে জাপান স্কলারশিপ প্রোগ্রামের (জেএসপি) আওতায় এ বৃত্তি চালু হয়েছিল।

এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা আমেরিকা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, হংকং, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান ও ফিলিপাইনের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ ফ্রিতে পড়ালেখা করার সুযোগ পাবেন। এর সঙ্গে আরো আনুষঙ্গিক ভাতা ও সুযোগসুবিধা তো রয়েছেই।

কৃষি, বায়োলজিক্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, প্রকৌশল, ফরেস্ট্রি, অ্যাকাউন্টিং, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল বিজনেস ল, রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে বৃত্তি নিয়ে দুই বছর মেয়াদী মাস্টার্স ডিগ্রি নেয়ার সুযোগ আছে শিক্ষার্থীদের।

সুযোগ-সুবিধা: এই বৃত্তি পেলে একজন শিক্ষার্থী বিনাবেতনে পড়ার পাশাপাশি আরো বেশকিছু সুবিধা পাবেন। সেগুলো নিচে দেয়া হলো-

 ১. সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখা করার সুবর্ণ সুযোগ
 ২. আবাসন ভাতা প্রাপ্তি
 ৩. শিক্ষাসামগ্রী কেনার জন্য অ্যালাউন্স প্রাপ্তি
 ৪. রয়েছে হেলথ ইনস্যুরেন্সের সুবিধা
 ৫. ইকোনমি ক্লাসে ফ্রি বিমান টিকিট
 ৬. ভিসা ফি
 ৭. এছাড়া রিসার্চ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কলারশিপের আওতায়।

প্রতিবছরের মতো এবারও এ বৃত্তির আওতায় ৯টি দেশে বিশ্বের বিভিন্ন দেশের ৩০০ শিক্ষার্থী বৃত্তি নিয়ে পড়ার সুযোগ পাবেন।

শর্ত: এ বৃত্তির জন্য শিক্ষার্থীদের কিছু শর্ত পূরণ করতে হবে। তবেই একজন আবেদনকারী এ বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

 ১. আবেদনকারীর অবশ্যই স্নাতক ডিগ্রি সম্পন্ন থাকতে হবে
 ২. স্নাতক–পরবর্তী দুই বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে
 ৩. সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
 ৪. বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে
 ৫. পড়ালেখা শেষে শিক্ষার্থীকে অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে

এ বৃত্তির জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে- পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, প্রার্থীর ছবি, একাডেমিক পেপারস, বার্ষিক ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার, দুটি রেফারেন্স লেটার, সিভি ও রিসার্চ প্রপোজাল (যদি থাকে)।

আবেদনের বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে (https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program)

সর্বশেষ
জনপ্রিয়