ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১০ লাখ টাকার সেমাই ধ্বংস, তিন লাখ টাকা জরিমানা

ঈদ সামনে রেখে সেমাইতে কাপড়ের রং

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৩, ১৩ মে ২০২০  

ঈদ সামনে রেখে কাপড়ের রং মিশ্রিত সেমাই তৈরি করা হচ্ছে। অভিযান চালিয়ে এমন অপরাধে সাভারের একটি সেমাই প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব। ধ্বংস করা হয়েছে ১০ লাখ টাকার রং মিশ্রিত সেমাই।

মঙ্গলবার সাভারের শাহানা ফুড প্রোডাক্টিস নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাব-৪। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আদালত পরিচালনা করেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই অভিযান। 

নির্বাহী ম্যাজিস্টেট আনিসুর রহমান জানান, অভিযানকালে তারা দেখতে পান আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিষ্ঠানটি কাপড়ের রং মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছিল। অপরাধ স্বীকার করার পর তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি রং মিশ্রিত ১০ লাখ টাকা মূল্যের সেমাই ধ্বংসের নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়