ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরাকে বাংলাদেশ ফাইনালে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ৯ মে ২০২২  

একফ্রেমে ছেলেদের দলগত বিভাগে জয়ীরা

একফ্রেমে ছেলেদের দলগত বিভাগে জয়ীরা

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করে দেখাচ্ছে। ছেলে ও মেয়েদের দলগত বিভাগে জায়গা করে নিয়েছে ফাইনালে।

ইরাকের সোলেমানিয়াতে গতকাল রবিবার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে টাইব্রেকারে ইরানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ৪-৪ সেটে ম্যাচ ড্র হলে পরবর্তীতে বাংলাদেশ ২৯-২৪ স্কোরে জয়ী হয়েছে। এর আগে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গড়া দল।

শেষ আটে স্বাগতিক ইরাককে ৬-০ সেটে হারায় লাল-সবুজ দল। আগামী ১১ মে বাংলাদেশ ফাইনালে খেলবে, প্রতিপক্ষ ভারত।

ছেলেদের মতো মেয়েরাও দলীয় ইভেন্টে সাফল্য পেয়েছে। সেমিফাইনালে উজবেকিস্তানকে ৫-১ সেটে হারায় দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়দের নিয়ে গড়া দল। ছেলেদের মতো মেয়েদের ফাইনালও ১১ মে, প্রতিপক্ষও ভারত।

দলীয় ইভেন্টে সাফল্য এলেও রিকার্ভ মিশ্রতে ছিল হতাশা। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৩-৫ সেটে কাজাখস্তানের কাছে হেরেছে। মিশ্র ইভেন্টে খেলেছেন রোমান সানা ও নাসরিন আক্তার।

সর্বশেষ
জনপ্রিয়