ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য যত ঘটনা (২৭ মার্চ)

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ২৭ মার্চ ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ ২৭ মার্চ ২০২১, শনিবার,১৩ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, ১২ শাবান ১৪৪২। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৮৬তম দিন। বছর শেষ হতে আরো ২৭৯ (অধিবর্ষে ২৮০) দিন বাকি রয়েছে। 

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। 

চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-  

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৫১৩ - ফ্লোরিডা আবিষ্কৃত হয়।
১৬৬৮ - বোম্বে ইস্ট ইন্ডিয়া কম্পানির অধীনে আসে।
১৭৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
১৮৫৫ - আব্রাহাম গেসনার কেরোসিন পেটেন্ট করেন।
১৯১৯ - আমানুল্লাহ কর্তৃক আফগানিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয়।
১৯৬৪ - জাতিসংঘের শান্তি বাহিনী সাইপ্রাস অধিগ্রহণ করে।
১৯৬৮ - রুশ নভোচারী, তিনি ছিলেন মহাকাশচারী প্রথম ব্যক্তি জারস্লাভ হেয়রোভস্ক্য প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৬৯ - মেরিনার ৭ উদ্বোধন করা হয়।
১৯৭১ - চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
১৯৭১ - আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্তকে পাকিস্তানী বাহিনী ধরে নিয়ে যায় ও পরে তার খোঁজ মেলেনি।
১৯৭৭ - সান্তাক্রুজ বিমান বন্দরের রান ওয়েতে দুটো জাম্বো জেট বিমানের সংঘর্ষে ৫৮২ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটে।
১৯৮২ - বিচারপতি আহসান উদ্দীন চৌধুরীর রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন।
১৯৯৬ - বাংলাদেশের জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার আইন পাস হন।
২০০২ - একুশে টেলিভিশন (ইটিভি)-এর লাইসেন্স বাতিল করে আদালত রায় ঘোষণা করেন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৮৪৫ - ভিলহেল্ম কনরাড র‌ন্টগেন, জার্মান পদার্থবিদ।
১৮৯৯ - গ্লোরিয়া সোয়ানসন, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও প্রযোজক।
১৯১৭ - বাঙালি কবি ও শিশু সাহিত্যিক কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় জন্ম গ্রহণ করেন।
১৯৬০ - মল্লিকা সেনগুপ্ত, বাঙ্গালী কবি ও সমাজকর্মী।
১৯৬৩ - কোয়েন্টিন টারান্টিনো, মার্কিন চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা।
১৯৭২ - জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্‌, হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড়।
১৯৯০ - নেসার বারাযাইত, নেদারল্যান্ড এর পেশাদার ফুটবল খেলোয়াড়।

ইতিহাসের এই দিনে যাদের মৃত্যু
১৯১৮ - হেনরি অ্যাডাম্‌স, একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
১৯৬৬ - পান্নালাল ভট্টাচার্য প্রখ্যাত বাঙালি শ্যামাসঙ্গীত শিল্পী।
১৯৬৮ - ইউরি গ্যাগারিন, রুশ নভোচারী, মহাকাশচারী প্রথম ব্যক্তি প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।
১৯৭১ - জ্যোতির্ময় গুহঠাকুরতা বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী।
১৯৭২ - এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
১৯৭৩ - ভূপতি মজুমদার স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও রাজনৈতিক নেতা।
১৯৮২ - ফজলুর রহমান খান, বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।
১৯৮৬ - আবদুল হাই আরিফী, আশরাফ আলী থানভীর শিষ্য। 
১৯৮৯ - শান্তি ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী। 

দিবস 
বিশ্ব থিয়েটার দিবস ৷

সর্বশেষ
জনপ্রিয়