ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইতিহাসে এই প্রথম নারী কর্মীদের নিয়ে ছুটল ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৬, ১২ জানুয়ারি ২০২১  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমকুম ডোংরি, উদিতা বর্মা ও আকাঙ্ক্ষা রাই। আপাত অচেনা এ নামগুলোই এখন ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের মহারাষ্ট্র থেকে গুজরাট—এই দীর্ঘ পথ তারা পাড়ি দিয়েছেন ট্রেনে করে। না, যাত্রী হিসেবে নয়। বরং মালবাহী ট্রেনকে গার্ড দিয়ে তা চালিয়ে নিয়ে গেছেন দীর্ঘ পথ। দেশটির পশ্চিম রেলের ইতিহাসে এই প্রথম শুধু নারী কর্মীদের নিয়ে ছুটল ট্রেন।

গত ৫ জানুয়ারি মহারাষ্ট্রের বসই রোড স্টেশন থেকে মালবাহী ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন কুমকুমরা। পৌঁছান গুজরাটের বডোদরায়। রেল কর্তৃপক্ষের ভাষ্য, নারীরা যে সব কাজই করতে সক্ষম এবং তা দক্ষতার সঙ্গেই পারেন, তা দেখিয়ে দিয়েছেন এই তিনজন।

ভারতের রেলমন্ত্রী পীযূষ গয়াল মনে করছেন, এই উদ্যোগ নারীর ক্ষমতায়নে নয়া নজির গড়বে। তিনি লিখেছেন, ‘ট্রেন চালানো থেকে শুরু করে গার্ড দেয়া—সব দায়িত্ব নিপুণ দক্ষতায় সামলেছেন কুমকুমরা।’

পশ্চিম রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সুমিত ঠাকুর জানিয়েছেন, মালবাহী ট্রেনে গার্ড দেয়া বা চালকের কাজ অত্যন্ত শ্রমসাধ্য। তা ছাড়া দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রয়োজন থাকায় সাধারণত খুব কম সংখ্যক নারীকে এ কাজে দেখা যায়। তবে কুমকুমদের এই নজিরবিহীন কাজ সে ছবিটা বদলে দিতে পারে।

সূত্র : আনন্দবাজার

সর্বশেষ
জনপ্রিয়