ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইতিহাসে আজকের দিনে যা যা ঘটেছিল (১১ অক্টোবর)

ফিচার ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১১ অক্টোবর ২০২২  

ইতিহাসে আজকের দিনে যা যা ঘটেছিল (১১ অক্টোবর)

ইতিহাসে আজকের দিনে যা যা ঘটেছিল (১১ অক্টোবর)

আজ ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার; ২৬ আশ্বিন ১৪২৯, ১৪ রবিউল আউয়াল ১৪৪৪। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৮৪ তম (অধিবর্ষে ২৮৫ তম) দিন। বছর শেষ হতে আরো ৮১ দিন বাকি রয়েছে।

সময়ের হিসেবে অতি অল্প মনে হলেও একটি ঘটনার জন্য তা যথেষ্ট। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের কৌতুহল উদ্দীপক ও উল্লেখযোগ্য ঘটনাগুলো চলুন এক নজরে দেখে নেয়া যাক। আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি :

১৫০৩ - দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।

১৬৬৯ - পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।

১৭৩৭ - কলকাতায় যুগপৎ ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।

১৮৭১ - শিকাগোর ভয়াবহ অগ্নিকাণ্ড আয়ত্তে আনা হয়।

১৮৯৯ - দক্ষিণ আফ্রিকায় হল্যান্ড ও বৃটিশদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

১৯২৩ - জার্মান মুদ্রার বিপজ্জনক মুদ্রাস্ফীতি ঘটে। ১ পাউন্ডের মূল্যমান দাঁড়ায় ১ হাজার কোটি মার্ক।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম : 

১৮৭১ : আবদুল করিম সাহিত্যবিশারদ, বাঙালি সাহিত্যিক ও প্রাচীন পুঁথি সংগ্রাহক।

১৮৭৭ : চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও ঔপন্যাসিক, সম্পাদক ও অনুবাদক।

১৯২১ : নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ।

১৯৪২ : অমিতাভ বচ্চন, জনপ্রিয় ভারতীয় অভিনেতা

ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন : 

১৯৩৮ : নগেন্দ্রনাথ বসু, বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা,প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ।

১৯৯১ : গোলাম সামদানি কোরায়েশি, বাংলাদেশি সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
গোলাম সামদানী কোরায়শী (১৯২৯-১৯৯১)

দিবস : 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

সর্বশেষ
জনপ্রিয়