ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ইতিহাস লিখতে খেলি আমি : এমবাপ্পে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ৬ মার্চ ২০২৩  

কিলিয়ান এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

দ্য পারিসিয়ানদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড দখলে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নঁতেকে ৪-২ গোলে পিএসজি’র হারানোর দিনে এমন কীর্তি গড়েছেন দলটির তারকা খেলোয়াড় এমবাপ্পে।

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

গত শনিবার রাতে ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। এতে দলটির হয়ে ২০১ গোল করেন তিনি। ফলে দ্য পারিসিয়ানদের সর্বকালের শীর্ষ গোলস্কোরার বনে যান ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

এতদিন পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন এডিনসন কাভানি। এবার তাকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে। এই মাইলফলক স্পর্শ করে দারুণ উচ্ছ্বসিত তিনি।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম কানাল প্লাসকে এমবাপ্পে বলেন, ইতিহাস লিখতে খেলি আমি। সবসময় বলেছি, আমার দেশ ফ্রান্সে, রাজধানীতে, শহরে ইতিহাস লিখতে চেয়েছিলাম আমি। আমি সেটা করছি। যেটা অসাধারণ কিছু। তবে আমাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। এটি ব্যক্তিগত অর্জন। তবে দলগতভাবেও সাফল্য চাই আমি।

পিএসজির পক্ষে ২০১ গোল করতে মাত্র ২৪৭ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। এর মধ্যে চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৮ বার নিশানাভেদ করেছেন তিনি। এবার আরও এগিয়ে যেতে চান বিশ্বকাপজয়ী ফুটবলার।

সর্বশেষ
জনপ্রিয়