ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল এক মাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ১ ডিসেম্বর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আর বাড়ানো হবে না ঘোষণা দিলেও অবশেষে আরও এক মাস বাড়ানো হলো আয়কর রিটার্ন দাখিলের সময়। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলতি বছরের আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের এই তথ্য জানান।

এনবিআর চেয়ারম্যান জানান, করোনা পরিস্থিতির কারণে রিটার্ন জমা দেয়ার সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন, এ বছর আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আর বাড়বে না। ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে।

এনবিআরের এই ঘোষণার পর অনেকে তাড়াহুড়ো করে গতকাল ও আজকের মধ্যে রিটার্ন দাখিল করেন। তবে শেষ পর্যন্ত সময় আরও এক মাস বাড়ানো হলো। সাধারণত প্রতি বছরই এই সময়সীমা বাড়িয়ে থাকে এনবিআর।

এদিকে সোমবার এক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) মো. আলমগীর হোসেন জানিয়েছেন, দেশে করদাতার সংখ্যা গত এক দশকে ৩৫৭ শতাংশ বেড়েছে। একই সময়ে রিটার্ন দাখিলকারীর সংখ্যা বেড়েছে ১২৫ শতাংশ।

সেমিনারে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। স্বচ্ছ পরিবেশ নিশ্চিত হলে বাড়বে করদাতার সংখ্যা। করবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমরা কর হার কমিয়েছি। বিভিন্ন অটোমেশনের মাধ্যমে রিটার্ন দাখিলের ব্যবস্থা করছি। ভবিষ্যতে এমন অনেক কার্যক্রম থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ
জনপ্রিয়