ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ ||  চৈত্র ১৫ ১৪৩০

আশুগঞ্জে গ্রুপিংয়ে নিঃশেষ হচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৩, ২১ জানুয়ারি ২০২১  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেই কোনো দলীয় কার্যালয় কিংবা সাংগঠনিক কার্যক্রম। এমনকি গত ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী থাকলেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কোনো কার্যক্রম দেখা যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় গ্রুপিংয়ে এমন বিপর্যস্ত অবস্থা বিএনপির।

কর্মী সমর্থকরা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উপজেলা বিএনপির নীতি নির্ধারকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। কিন্তু তারা তা না করে নীরবে বসে আছেন। এমনকি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে একটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন পর্যন্ত করা হয়নি।

তারা আরো বলেন, নেতারা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। কিন্তু তা না করে তারা একে অপরের বিরুদ্ধে গ্রুপিং করে দলকে নিঃশেষ করে দিচ্ছেন। 

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদের মোবাইলে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ
জনপ্রিয়