ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আজও নাজমুল একাদশের হয়ে লড়ছেন আফিফ-মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২১ অক্টোবর ২০২০  

আফিফ ও মুশফিক

আফিফ ও মুশফিক

প্রেসিডেন্টস কাপে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে আজ নাজমুল একাদশের বিপক্ষে মাঠে নেমেছে তামিম একাদশ। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল একাদশ। শুরুতেই দল ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর দলের হাল ধরেছেন আফিফ ও মুশফিক।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজমুল একাদশের সংগ্রহ ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান।

নাজমুল একাদশের হয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন সৌম্য সরকার ও পারভেজ হোসেন ইমন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে উইকেটের পিছে ক্যাচ দিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য। তার দুই ওভার পরই মাহেদী হাসানের বলে উড়িয়ে মারতে গিয়ে ফেরেন ইমন। এর আগে দুই ওপেনার করেন যথাক্রমে ৭ ও ১০ রান। 

দলের বিপদের মুহূর্তে ব্যর্থ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুস্তাফিজের প্রথম ওভারেই মিড অন অঞ্চলে ক্যাচ এনামুল হকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। বর্তমানে ক্রিজে আছেন আফিফ হোসেন ধ্রুব ও মুশফিকুর রহিম। 

তিন দলের এই টুর্নামেন্টের ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচটি জিততেই হবে তামিমদের। এমন সমীকরণ সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে দেশসেরা ওপেনারের দল। আগের তিন ম্যাচে আগে ব্যাট করলেও এবার ফ্লাডলাইটের আলোতে তামিমের দলকে ব্যাট করতে হবে। 

নেট রান রেটে এগিয়ে থাকায় ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে তারুণ্য নির্ভর নাজমুল একাদশ। এই ম্যাচে দলে কোনো পরিবর্তন আনেনি তারা। 

অন্যদিকে তামিম একাদশে এসেছে দুটি পরিবর্তন। বেঞ্চে বসেছেন তানজিদ তামিম ও তাইজুল ইসলাম। একাদশে ফিরেছেন আকবর আলী এবং শরিফুল ইসলাম। আজকের একাদশে তিন উইকেটরক্ষক নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা।

নাজমুল একাদশ: 

সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন

তামিম একাদশ:

তামিম ইকবাল (অধিনায়ক), শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, আকবর আলী।

সর্বশেষ
জনপ্রিয়