ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অর্থ আত্মসাতের মামলায় আরজে নিরবের জামিন খারিজ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৪ নভেম্বর ২০২১  

হুমায়ুন কবির ওরফে আরজে নিরব

হুমায়ুন কবির ওরফে আরজে নিরব

রাজধানীর গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) অফিসার হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে, ১২ লাখ ১৭ হাজার ৪৫৭ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় এক গ্রাহক মামলাটি দায়ের করেন। এ মামলায় আসামি পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। 

গত ৮ অক্টোবর আরজে নিরবকে রাজধানীর আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওইদিনই তেজগাঁও থানার মামলায় নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১০ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর ১৮ অক্টোবর লালবাগ থানার একটি মামলায় তার আরো একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলায় রিমান্ড শেষে ২৫ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গুলশান থানার মামলায় গত ২৮ অক্টোবর তাকে গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ
জনপ্রিয়