ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অবৈধভাবে আলু মজুদ রাখলেই আইনি ব্যবস্থা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪২, ২৯ অক্টোবর ২০২০  

অবৈধভাবে আলু মজুদ রাখলেই আইনি ব্যবস্থা- ফাইল ছবি

অবৈধভাবে আলু মজুদ রাখলেই আইনি ব্যবস্থা- ফাইল ছবি

কোনো হিমাগারে অনুমোদনের অতিরিক্ত আলু মজুদ পেলেই আইনি ব্যবস্থা নিতে ডিসিদের চিঠি দিয়েছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। একইসঙ্গে সারাদেশে হিমঘরে কী পরিমাণে আলু মজুদ রয়েছে তার তথ্য জানতে চাওয়া হয়।

সম্প্রতি সারাদেশের ডিসিদের কাছে চিঠি পাঠায় প্রতিযোগিতা কমিশন। চিঠি পাওয়ার দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলায় কী পরিমাণে আলু মজুদ রয়েছে, সেই তথ্যও দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম বলেন, আলুর ক্ষেত্রে বাজারে এক ধরনের অস্বাভাবিক প্রতিযোগিতা চলছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। সিন্ডিকেট হলেই আইনি ব্যবস্থা নেব।

তিনি আরো বলেন, পণ্যের ক্ষেত্রে বাজারে কোনো ধরনের যোগসাজশ কিংবা মনোপলি আচরণ করলে প্রতিযোগিতা কমিশন বসে থাকবে না। আমরা বিষয়গুলো গুরুত্ব সহকারে তদারকি করব।

সর্বশেষ
জনপ্রিয়