ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অবশেষে আসছেন মেসি, খেলবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭, ১৮ জানুয়ারি ২০২৩  

অবশেষে আসছেন মেসি, খেলবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে

অবশেষে আসছেন মেসি, খেলবেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে

অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসছেন বিশ্ব ফুটবলের প্রাণ লিওনেল মেসি। আসছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলও। খেলা হবে দেশের অন্যতম ক্রীড়ার প্রাণ কেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে দেশটির ফুটবল ফেডারেশন (এএফএ) মৌখিকভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

আজ বুধবার সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানায় বাফুফে।

আন্তর্জাতিক মানের খেলা আয়োজনে বঙ্গবন্ধু স্টেডিয়াম কতোটা প্রস্তুত সে বিষয়ে কথা হয় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে।এই বিষয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব সংস্কার কাজ সম্পন্ন করে দেয়ার জন্য। ক্রীড়া পরিষদ রাজি হয়েছে।’

জুনের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠ মাতাবেন মেসি-ডি মারিয়ারা। তবে তার আগে বাংলাদেশে এসে সব সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করে যাবে দেশটির ফুটবল ফেডারেশনের একটি প্রতিনিধি দল। এমনটাই জানালো বাফুফে। 

এ বিষয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন গণমাধ্যমে বলেন, ‘আর্জেন্টিনার সফর চূড়ান্ত, এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে, জুনে তারা আসতে চায়।’ 

তাদের প্রতিপক্ষ নিয়ে সালাউদ্দিন বলেন,‘আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা।’

সর্বশেষ
জনপ্রিয়