ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের বিষয়ে এক সপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:২০, ২ নভেম্বর ২০২১  

ফাইল ছবি

ফাইল ছবি

অনিবন্ধিত নিউজপোর্টাল বন্ধের বিষয়ে হাইকোর্টে এক সপ্তাহের সময় পেয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। 

মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ তাদের সময় আবেদন মঞ্জুর করেন।

আদালতে প্রেস কাউন্সিলের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নিলু। 

এর আগে, ২৮ সেপ্টেম্বর বিটিআরসি হাইকোর্টকে জানিয়েছিল, তথ্য মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত সব অনলাইন নিউজপোর্টাল ও অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টালের তালিকা চাওয়া হয়েছে। তালিকা হাতে পেলেই অনিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল বন্ধে পদক্ষেপ নেয়া হবে।

গত ১৪ সেপ্টেম্বর রিট পিটিশনে সংযুক্ত থাকা নিবন্ধিত ৯২টি অনলাইন নিউজপোর্টাল বাদে অনিবন্ধিত সব নিউজপোর্টাল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতের আদেশ পাওয়ার ৭ দিনের মধ্যে তাৎক্ষণিকভাবে বন্ধে পদক্ষেপ নিতে বিটিআরসির চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ
জনপ্রিয়