ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অতীতের সব রেকর্ড ভাঙল মোংলা বন্দর জেটি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:০৪, ২৭ অক্টোবর ২০২০  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাঁচটি জাহাজ এক সঙ্গে বার্থিং করার মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে বাণিজ্যিক জাহাজে পরিপূর্ণ হয়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দর মোংলা বন্দর জেটি।

রোববার রাতে মোংলার জেটিতে অবস্থান করে লাইবেরিয়ার পতাকাবাহী জেনারেল কার্গো নিয়ে এমভি ডেইজি, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটারিয়া/০৪৭৯ ডব্লিউ, সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার নিয়ে এমভি কোটাহরম্যাট, পানামার পতাকাবাহী প্রজেক্ট কার্গো নিয়ে এমভি হনর পেসক্যার্ডস ও মালয়েশিয়ার পতাকাবাহী গাড়ি নিয়ে এমভি মালয়েশিয়া স্টার জাহাজ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান রাতে জানান, বর্তমান সরকার ও বন্দর কর্তৃপক্ষের নানামুখী যুগান্তকারী পদক্ষেপেরে ফলে মোংলা এখন ক্রমশই উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

উন্নয়নের এই ধারাবাহিকতায় জেটির ও চ্যানেলের নাব্যতা বৃদ্ধি ও মোংলা বন্দরের সক্ষমতা বাড়ায় একই সঙ্গে পাঁচটি জাহাজ জেটিতে মালামাল খালাসের জন্য বার্থিং করা সম্ভব হয়েছে। এর ফলে মোংলা বন্দর প্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম বন্দরের সকল জেটি বিদেশি জাহাজে পরিপূর্ণ হয়েছে।

জেটিতে পাঁটটি জাহাজ আর বন্দরের বহির্নোঙরে আরো ছয়টিসহ মোট ১১টি জাহাজ বন্দরে অবস্থান করছে।

সর্বশেষ
জনপ্রিয়