করদাতাদের সুখবর জানালেন এনবিআর চেয়ারম্যান

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:০২ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার

জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড

করদাতাদের করসংক্রান্ত হয়রানি নিরসনে শিগগিরই কল সেন্টার স্থাপন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। আয়কর দিবস উপলক্ষে করদাতাদের উদ্দেশ্যে সোমবার এ সুখবর জানান তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, কল সেন্টার স্থাপন করা হলে এর মাধ্যমে যেকোনো করদাতা যেকোনো সময় প্রশ্ন করে সমস্যার সমাধান নিতে পারবেন। 

তিনি বলেন, বিভিন্ন মহল থেকে কর প্রদান পদ্ধতি সহজ করার কথা বলা হচ্ছে। কর নিয়ে যাবতীয় জটিলতা দূর করতে এনবিআরও কাজ করছে। কর প্রদান নিয়ে কেউ হয়রানির শিকার হলে সিটিজেন চার্টার মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রসঙ্গত, আয়কর ও রিটার্ন জমা দেয়ার সময়সীমা নভেম্বর পর্যন্ত থাকলেও আরো একমাস বাড়ানো হয়েছে। গত সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এনবিআর চেয়ারম্যান। 

তিনি বলেন, ব্যক্তি করদাতা, ব্যবসায়ী ও আয়কর আইনজীবী, জনপ্রতিনিধি সব পক্ষের অনুরোধে কোভিড পরিস্থিতিতে আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত (এক মাস) বাড়ানো হলো।