বিজয় দিবসে নেত্রকোনায় শহীদ পরিবারে উপহার পৌঁছে দেবে প্রশাসন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:১১ পিএম, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার

বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে নেত্রকোনায় এ বছর মহান বিজয় দিবস উপলক্ষে অন্যান্য বছরের মতো কোনো আনুষ্ঠানিতা হবে না। তাই প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি শহীদ পরিবারে উপহার পৌঁছে দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পালিত হবে বিজয় দিবসের কুচকাওয়াজ, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও আলোকসজ্জাসহ অন্যান্য কর্মসূচি এবং ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

সোমবার দুপুরে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসীর উদ্দিন খান, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নুরুল আমিন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সন্তান কামন্ডের গাজী কামাল, জেলা তথ্য অফিসার ফয়সাল আহমেদ, সাংবাদিক আলপনা বেগম, ভজন দাস, মনোরঞ্জন সরকার, পল্লব চক্রবর্তী ও সোহান আহমেদ কাকনসহ চিকিৎসক ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

এছাড়া সভায় আগামী ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস উপলক্ষেও সীমিত আকারে কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।