দুই ভাগে বিভক্ত কক্সবাজার বিএনপি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ এক যুগ ধরে সম্মেলন না হওয়ায় সংঘাত নেতৃত্বের কোন্দলসহ নানা কারণে বিভক্ত হয়ে পড়েছে কক্সবাজার জেলা বিএনপি।

এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। তার সঙ্গে রয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। অপর গ্রুপের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল।

তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, বিভক্তির কারণে কর্মী-সমর্থক হারাচ্ছে দলটি। নেই কোনো সাংগঠনিক কার্যক্রম। দীর্ঘদিন কর্মী-সমর্থকদের কাছ থেকে দূরে থাকায় নতুন প্রজন্মের কাছে অচেনা ও গুরুত্বহীন হয়ে পড়েছেন জেলার শীর্ষ নেতারা।

টেকনাফ উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইল বলেন, এক সময় টেকনাফে বিএনপির অনেক সমর্থক ছিল। বর্তমানে ৫০ জন খুঁজে পাওয়া কষ্টকর। এছাড়া জেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হওয়ায় একে অপরের বিরুদ্ধে লেগে আছে। ফলে  জনসমর্থন হারাচ্ছে দলটি।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, বিভিন্ন কারণে বিএনপি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে পরিবেশ অনুকূলে এলে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী হবে কক্সবাজার জেলা বিএনপি।