দেশের ৬ প্রতিষ্ঠানের উইটসা অ্যাওয়ার্ড জয়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

দেশের ছয় প্রতিষ্ঠানের উইটসা পুরস্কার জয়। ফাইল ছবি

দেশের ছয় প্রতিষ্ঠানের উইটসা পুরস্কার জয়। ফাইল ছবি

টুয়েন্টি-টুয়েন্টি উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’র পাবলিক বিভিন্ন ক্যাটাগরিতে আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে বাংলাদেশের ছয় প্রতিষ্ঠান। ৪ বিভাগে রানার-আপ এবং ২ বিভাগে মেরিট পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানগুলো।

মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) সম্মেলনে এ পুরস্কার দেয়া হয়।

বুধবার শুরু হয় তিন দিনের এ সম্মেলন। দ্বিতীয় দিনে এক্সিলেন্স অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। উইটসার এই গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ এ মোট ১০টি বিভাগে ১০ চ্যাম্পিয়ন ও রানার-আপ এবং ২১টি মেরিট পুরস্কার ছিল।

রানার-আপ পুরস্কার পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, কোভিড ১৯ টেক সলিউশনস ফর সিটিজ অ্যান্ড লোকালিটিজ বিভাগে তথ্যপ্রযুক্তি বিভাগের এটুআই প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠান ‘সিনেসিস আইটি লিমিটেড’। প্রাইভেট পার্টনারশিপ বিভাগে সরকারের ‘ইনোভেশন ডিজাইন অ্যাণ্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্প’।

ইনোভেটিভ ই-হেলথ সলুসনস বিভাগে ‘মাইসফটের মাই হেলথ বিডি’ এবং ‘ভার্চ্যুয়াল হসপিটাল অব বাংলাদেশ’। ই-এডুকেশন অ্যাণ্ড লার্নিং বিভাগে ‘বিজয় ডিজিটাল’। এছাড়া মেরিট পুরস্কার পেয়েছে ডিজিটাল অপরচুনিটি অর ইনক্লুশন বিভাগে ‘নগদ’ এবং সাসটেইনেবল গ্রোথ বিভাগে ‘ডিভাইন আইটি লিমিটেডের প্রিজম ইআরপি’।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক আইডিয়া প্রকল্পের এই অর্জন ও অন্যান্য পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। এ সম্মাননা ভবিষ্যতে আরো সফল উদ্যোগ নিতে সবাইকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদী।

উইটসার চেয়ারম্যান সংস্থাটির ওয়েবসাইটে এক বার্তায় এবারের পুরস্কার প্রসঙ্গে বলেছেন, উইটসার ২০ বছরের ইতিহাসে এবারের মতো এতো উদ্ভাবনী ও দক্ষ প্রকল্প এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধ প্রতিযোগিতা হয়নি।

ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি) সম্মেলনের আগামী আসর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।