ফের সহিংস রাজনীতির পথে হাঁটছে বিএনপি

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০১:১২ পিএম, ২১ নভেম্বর ২০২০ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর দলকে চাঙ্গা করতে আবারও সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে বিএনপি। কর্মীদের হতাশা, সাংগঠনিক দুরবস্থা থেকে দলকে চাঙা করতে পরিকল্পিতভাবে দেশে পুনরায় অগ্নি সন্ত্রাস, জঙ্গিবাদ, হত্যা ও ভীতিকর রাজনীতির পরিবেশ তৈরি করতে তৎপর হয়েছেন লন্ডনে পলাতক তারেক রহমান।

জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের ইন্ধনেই গত ১২ নভেম্বর রাজধানীতে বাসে আগুন দেয় যুবদলের কর্মীরা। এ নিয়ে বিপাকে পড়েছেন খালেদাসহ খোদ বিএনপির শীর্ষ নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক শীর্ষ নেতা জানান, দলে শৃঙ্খলা ফেরাতে সিনিয়র নেতারা যখন হিমশিম খাচ্ছে, এমন সময়ে তারেকের এমন হুটকারি সিদ্ধান্ত সবকিছু পণ্ড করে দিয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে দলের নেতা-কর্মীরা আবারো ভাবমূর্তি সংকটে পড়েছেন।

পরিচয় গোপন করার শর্তে বিএনপির সিনিয়র এক নেতা জানান, তারেকের এমন হুটকারি সিদ্ধান্ত দলকে আরো অন্ধকারের দিকে নিমজ্জিত করছে। এ অগ্নি সন্ত্রাসের রাজনীতি নিয়ে দলের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে বিএনপি। এছাড়াও দলের দায়িত্বভার অযোগ্য নেতৃত্বের ওপর পড়ায় ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।

তারা বলেন, শীর্ষ নেতাদের বুদ্ধিমত্তার অভাব ও কৌশলী না হওয়ায় বিএনপির মধ্যে এমন আচরণ পরিলক্ষিত হচ্ছে। ক্ষমতার লোভে তারা ফের আগুন সন্ত্রাস, জঙ্গিবাদে মদদ দিচ্ছে। যার অন্যতম উদাহরণ ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে শোচনীয় পরাজয় সইতে না পেরে রাজধানীর ৯টি বাসে আগুন দেয়া।