আগাম ভোট দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: জো বাইডেন ও জিল বাইডেন

ছবি: জো বাইডেন ও জিল বাইডেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ছয় দিন আগে বুধবার নিজ রাজ্য ডেলাওয়ারের উইলমিংটনে আগাম ভোট দেন তারা।

এর আগে, গত শনিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের নিজ গলফ ক্লাবের সামনে আগাম ভোট দেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে আগাম ভোটের রেকর্ড হয়েছে। এখন পর্যন্ত ৭ কোটি ৪০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছেন।

আগাম ভোট দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনা নিয়ন্ত্রণে কাজ করবো। করোনা ভাইরাসের মহামারি শেষ করার জন্য কোনো যাদু নেই বলেও মার্কিন জনগণকে সতর্ক করে দেন বাইডেন।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের তারিখ থাকলেও দেশটিতে ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগাম ভোট দিয়েছেন।

সূত্র: রয়টার্স