ভোটের সময় দেখা মেলে সুনামগঞ্জ বিএনপির

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সুনামগঞ্জে সারাবছর বিএনপির নেতারা নীরব থাকেন। শুধুমাত্র ভোট এলে তাদের দেখা মেলে। হাওরের জোয়ার-ভাটায় এখানকার ঘরবাড়ি-ফসলি জমি যেমন ভাসে-ডোবে, তেমনি রাজনীতিতে মাঝেমধ্যে জেগে ওঠেন দলটির নেতা-কর্মীরা।

জেলা বিএনপির কয়েকজন কর্মী জানান, সংকটকালে তৃণমূলের নেতা-কর্মীদের প্রতিটি দলেরই পাশে দাঁড়াতে হয়। বন্যায় বিএনপির কর্মীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি দল সাধ্যানুযায়ী তাদের নেতা-কর্মীদের পাশে দাঁড়াচ্ছে। বিএনপিরও উচিত ছিল তৃণমূল কর্মীদের দিকে ফিরে তাকানো। কিন্তু নেতারা তা করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, দীর্ঘ সময় জেলায় পদবঞ্চিত কর্মীদের অনাগ্রহ, তৃণমূলের কর্মীদের দলে সঠিক মূল্যায়ন না পাওয়া, দুঃসময়ে নেতাদের পাশে না পাওয়া, কোন্দল, সাংগঠনিক কার্যক্রম না থাকায় কর্মীরা ঝিমিয়ে পড়েছেন।

তাহিরপুর উপজেলার আনোয়ারপুরের বাসিন্দা নূর জাহান বলেন, বিএনপি আমাদের পাশে থাকে না। ভারী বর্ষণ আর বন্যায় সবকিছু যেমন ডুবে যায়, তেমনি দলটির নেতা-কর্মীরাও ডুবে যায়। তবে ঠিকই আবার ভোটের সময় হাজির হবে। আবার ভোট শেষে উধাও হয়ে যাবে।

সুনামগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন, নেতা-কর্মীরা চাঙা থাকলে দলও চাঙা থাকে, কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য থাকে। দল যখন সংকটে থাকে তখন তো কিছু করার থাকে না। তবে বিএনপি মানুষের পাশে আগেও ছিল, এখনো আছে।