নকলায় পাট বীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

‘সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

১৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাশ, পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, নকলা পাট অধিদপ্তরের উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াছমিন প্রমুখ।

ওইসময় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষীর মধ্যে মাথাপিছু ৪ কেজি ইউরিয়া সার, ৩ কেজি টিএসপি, ১ কেজি এমওপি, ৪ কেজি জিপসাম, ৫০ মিলি ওজনের ১ বোতল কীটনাশক ও ২০০ গ্রাম করে পাট বীজ বিতরণ করা হয়।