ময়মনসিংহে ধর্ষণ প্রতিরোধে প্রতিটি থানায় ‘কুইক রেসপন্স’ টিম গঠন

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ১০:০১ এএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

পুলিশের ‘কুইক রেসপন্স’ টিম এর উদ্বোধন

পুলিশের ‘কুইক রেসপন্স’ টিম এর উদ্বোধন

ধর্ষণ প্রতিরোধে রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন উর রশিদ এর নির্দেশে ময়মনসিংহের থানায় থানায় গঠন করা হচ্ছে পুলিশের ‘কুইক রেসপন্স’ টিম। 

এই টিমে দুইজন নারী পুলিশসহ মোট ছয়জন সদস্য থাকবেন। ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ এবং আইনি সহায়তায় এই টিম ২৪ ঘণ্টাই সজাগ থাকবে। টহল আরো জোরদার করবে। প্রতিটি থানার ওসি (তদন্ত) এই টিমের প্রধান থাকবেন।

এরইমধ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় এই কুইক রেসপন্স টিমের উদ্বোধন করেছেন এসপি আহমার উজ্জামান। পর্যায়ক্রমে জেলার আরো ১২টি থানায় এই টিম গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা। 

তিনি আরো জানান, এই টিম যে কোনো নারী নির্যাতন ও ধর্ষণের খবর পাওয়া মাত্রই দ্রুততম সময়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হবে। মামলার অপেক্ষা না করে ধর্ষণ অথবা নির্যাতনের আলামতসহ সব তথ্য সংগ্রহ, ভিকটিমকে মেডিকেলসহ সব ধরনের আইনি সহযোগিতা দেবে।

এসপি আরো জানান, নারী নির্যাতন ও ধর্ষণের তথ্য সত্য মিথ্য যাই হোক, আগে রেসপন্স করতে হবে। এ ধরনের ঘৃণ্য অপরাধ যাতে, আর না ঘটে সেই জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন স্থানে বৈঠক করা হবে।