কূটনৈতিকভাবে ব্যর্থ বিএনপি, পায়নি স্টিফেন বিগানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

নতুনের সাথে আমরা

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ১৭ অক্টোবর ২০২০ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

শত চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগানের সাক্ষাৎ পায়নি বিএনপি। শুক্রবার ঢাকা ছেড়েছেন স্টিফেন। সাক্ষাৎ না পাওয়ার বিষয়টিকে দলের কূটনৈতিক শাখার ব্যর্থতা হিসেবেই মনে করেছেন বিএনপির একাংশ। এ নিয়ে দলের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা।

দলীয় সূত্র জানায়, স্টিফেন বিগানের আসার খবর প্রকাশ হওয়ার পর থেকেই বিএনপির কূটনীতিক শাখার পক্ষ থেকে দেশটির দূতাবাসের সংশ্নিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হয়। 

জানা গেছে, স্টিফেনের সাক্ষাৎ পেতে প্রথমে বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেত্রী দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। সাক্ষাতের জন্য ওই নেত্রী তার নিজের নাম ও দলের গুরুত্বপূর্ণ এক নেতার নাম প্রস্তাব করেন। কিন্তু দূতাবাস সাক্ষাতের বিষয়ে ইতিবাচক সাড়া দেয়নি। এরপর দলের কূটনীতিক শাখার আরেক সদস্য সাক্ষাতের চেষ্টা চালান। তার চেষ্টাও ব্যর্থ হয়।

পরিচয় গোপন করার শর্তে বিএনপির এক নেতা বলেন, নানা কারণে যুক্তরাষ্ট্রকে বন্ধু মনে করত বিএনপি। তবে সেখানেও ব্যর্থ হয়েছে দলটি। এজন্য সঠিক জায়গায় সঠিক ব্যক্তির না থাকা এবং দলের ভুল কূটনৈতিক কৌশলকে দায়ী করেন ওই নেতা। 

জানতে চাইলে বিএনপির কূটনীতিক শাখার একজন সদস্য বলেন, সাক্ষাতের জন্য দুজনের নাম দূতাবাসে পাঠানো হলেও প্রটোকল অনুসারে তাদের সঙ্গে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা নয়। ফলে সে চেষ্টা সফল হয়নি।